
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালক ও বাংলাদেশ টাইগার্সের চেয়ারম্যান রাহাত শামস্ বলেছেন, “সারাদেশে ক্রিকেট ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। গ্রামের মাঠ থেকে ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ ও শেষ পর্যন্ত জাতীয় দলে খেলোয়াড় তৈরিই আমাদের লক্ষ্য।”
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের আয়োজন এবং উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ‘বিশ্বনাথ উপজেলার ক্রিকেটের উন্নয়নের লক্ষ্যে’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সভা অনুষ্ঠিত হয় বিশ্বনাথ পৌরসভার ইলামেরগাঁও গ্রামের দক্ষিণে।
রাহাত শামস্ আরও বলেন, “আজ আমরা ক্রিকেট প্র্যাকটিস মাঠ তৈরির জন্য দুটি জায়গা পরিদর্শন করেছি। আশা করি চার-পাঁচ বছরের মধ্যে এখান থেকে নতুন প্রতিভাবান ক্রিকেটার জন্মাবে।”
সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও হাইপারফরমেন্স (এইচপি) দলের ব্যাটিং কোচ রাজিন সালেহ। তিনি বলেন, “আপনারা এখানে মাঠ তৈরি করুন। আমরা কোচিং ও সহযোগিতা দিয়ে প্রতিভা বের করার দায়িত্বে থাকব।”
বিশেষ অতিথি ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার ও তেতলী ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের উপদেষ্টা ক্রিকেটার শিপলু।
অন্যান্য উপস্থিত ছিলেন জেলা ক্রিকেটার্স এসোসিয়েশনের সভাপতি ইমতিয়াজ হোসেন চৌধুরী তান্না, সাবেক ক্রিকেটার ও ক্লাব কর্মকর্তারা।
সভা শুরু হয় কোরআন তেলাওয়াত এবং শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে।
নিজস্ব সংবাদ : 




















