খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী ) : পটুয়াখালীর বাউফল উপজেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী তার কার্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে এসব উপকরণ বিতরণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আতিকুল ইসলাম, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা কাইয়ুম খান, সহকারি শিক্ষা কর্মকর্তা রিয়াজুল ইসলাম নাসির ও বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম প্রমুখ। উপজেলা পরিষদের রাজস্ব প্রকল্পের অর্থায়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফুটবল ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।