
নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় মামলা পরিচালনা ও তদন্তে স্বজনপ্রীতি এবং প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একই ধরনের ঘটনায় সাধারণ মানুষকে হয়রানি করা হলেও কিছু প্রভাবশালী ব্যক্তি থেকে যাচ্ছেন আইনের ঊর্ধ্বে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় রাজনৈতিক পরিচয়ে প্রভাব খাটিয়ে কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থেকেও আইনি জবাবদিহিতার বাইরে রয়েছেন। এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কিছু ব্যক্তি প্রশাসনের নির্দিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক ব্যবহার করে নিজেদের বিরুদ্ধে মামলা বা তদন্ত এড়াতে সক্ষম হচ্ছেন। একই সঙ্গে কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় বাণিজ্যিক কার্যক্রমেও অনিয়ম চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ইটনার কয়েকজন নাগরিক বলেন, “একই অপরাধে কেউ আটক হয়, আবার কেউ রাজনৈতিক পরিচয়ে রেহাই পায়— এটা সমাজে অন্যায় ও বৈষম্যের পরিবেশ তৈরি করছে।”
সাধারণ মানুষ মনে করছেন, এভাবে বিচার ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট হচ্ছে এবং অপরাধীরা আরও উৎসাহিত হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ইটনা থানা সূত্রে জানানো হয়, অভিযোগ পাওয়া গেলে যাচাই-বাছাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোনো প্রভাবশালী বা দলীয় পরিচয়ের কারণে কাউকে ছাড় দেওয়া হবে না বলে পুলিশ জানায়।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা গেলে ইটনা উপজেলায় চলমান স্বজনপ্রীতি ও অনিয়মের সংস্কৃতি বন্ধ হবে।
নিজস্ব সংবাদ : 




















