
মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী ): পটুয়াখালীর বাউফল কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় বাউফল উপজেলা হল রুমে কৃষি অফিসের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার মোঃ বশির গাজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ এইচ এম শামীম, কৃষিবিদ মোঃ খায়রুল ইসলাম মল্লিক, সহকারী কমিশনার ভূমি প্রতিক কুমার কুন্ড, কৃষিবিদ অনিরুদ্ধ দাস, মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।