হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হোগলা মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের অফিস উদ্বোধন হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় হোগলা মোড়ে উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব ছোটন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন। এসময়ে তিনি বক্তব্যে বলেন সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে সাতক্ষীরা ৪ আসনে জনকল্যাণে কাজ করতে চাই। সেই গাবুরা থেকে শুরু করে শ্যামনগরের ১২টি ইউনিয়ন ও কালিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের তৃণমূল পর্যায়ে উন্নয়ন করতে চাই। বিএনপিকে তৃনমুল পর্যায়ে সংগঠিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকেই বিজয়ী করতে হবে। অনেকে বিভ্রান্ত সৃষ্টি করতে নানামুখী ষড়যন্ত্রের পায়তারা চালাচ্ছে। তবে তাদের সেই চক্রান্ত সফল হবে না ইনশাআল্লাহ। কৃষক দলের ইউনিয়ন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শেখ আব্দুল করিম, উপজেলা কৃষকদলের সদস্য সচিব ছোটন, যুগ্ম আহবায়ক শাহাজান আলী, উপজেলা জাসাস এর আহবায়ক মুরশিদ আলী, সদস্য সচিব জিএম মারুফ বিল্লাহ, আরজেদ মোল্লা, রফিকুল ইসলাম, রমিজ উদ্দিন প্রমুখ। এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, কৃষকদল এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম ::
সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে সাতক্ষীরা ৪ আসনে কাজ করতে চাই —কাজী মোঃ আলাউদ্দিন
- নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৮:০৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
- ১৩ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ