ইবি প্রতিনিধি: ইয়ুথ এন্ডিং হাঙ্গার যশোর অঞ্চলের আঞ্চলিক কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সমন্বয়কারী হিসেবে নির্বাচিত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোতালেব বিশ্বাস লিখন এবং যুগ্ম সমন্বয়কারী হিসেবে নির্বাচিত হয়েছেন ঝিনাইদহের জেলার আনিকা বৈশাখী।
সোমবার (৩০ ডিসেম্বর) দ্যা হাঙ্গার প্রোজেক্ট যশোর অঞ্চলের আঞ্চলিক অফিসে দুপুর ১২ টার সময় গনতান্ত্রিক প্রক্রিয়ায় ১৩ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়। দ্যা হাঙ্গার প্রজেক্ট যশোর আঞ্চলিক সমন্বয়কারী মো খোরশেদ আলম এবং সাবেক সমন্বয়কারী ফিরোজ আহম্মেদ পলাশের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
এই সময় উপস্থিত ছিলেন দ্যা হাঙ্গার প্রজেক্ট যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মো খোরশেদ আলম , একাউন্টস অফিসার অধীশ দাশ, প্রোগ্রাম অফিসার গিয়াস উদ্দিন, ইয়ুথ এন্ডিং হাঙ্গার যশোর অঞ্চলের সাবেক সমন্বয়কারী ফিরোজ আহম্মেদ পলাশ এবং যুগ্ম সমন্বয়কারী মো মাহমুদ হাসান সহ যশোর অঞ্চল ইয়ুথ এন্ডিং হাঙ্গারের ছয়টি সাংগঠনিক জেলার প্রায় ১২ জন সদস্য।
১৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন – যুগ্ম সমন্বয়কারী মামুন হোসেন, অর্থ সম্পাদক তামান্না খাতুন, গণযোগাযোগ সম্পাদক সাগর শীল, কর্মশালা সম্পাদক রায়হান আলী, কার্যনির্বাহী সদস্য ইশরাত জাহান প্রমি, রাতুল হাসান, মেহেদী হাসান মেহেরাব, ছুম্মা খাতুন, জাকির হোসেন, সোনালী সাহা এবং স্বাগতা রাণী সাহা।
নব-নির্বাচিত কমিটির সমন্বয়কারী মোতালেব বিশ্বাস লিখন বলেন, ‘ প্রথমেই আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে এমন একটা গুরু দায়িত্বের জন্য নির্বাচিত করার জন্য। আমি চাই ইয়ুথ এন্ডিং হাঙ্গার যশোর অঞ্চল বাংলাদেশের মধ্যে এমন একটি অঞ্চল হোক যা মডেল অঞ্চল হিসেবে প্রকাশ পাবে। যেখানে সকল ইয়ুথ লিডার এক হয়ে দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করে যাবে আর এজন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি যাতে আমরা যশোর অঞ্চলের ইয়ুথদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি।’