
মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী ) প্রতিনিধি: বাউফলে ইয়াবাসহ মো. আলাউদ্দিন নামে (২৪) এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ২টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের নিজবটকাজল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আলাউদ্দিন ওই গ্রামের জুলহাস হাওলাদারের ছেলে।
বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিক জানান, গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।