
ফেরদৌস ওয়াহিদ রাসেল, পিরোজপুর জেলা প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দৈনিক সময়ের বুলেটিনের যুগ্ন সম্পাদক এম সোহেল মাহমুদের সঙ্গে এক সাক্ষাৎকারে পিরোজপুর মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন ।
একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের অবিস্মরণীয় এক অধ্যায় । আমি এই দিনে সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ।
রক্ত রাঙ্গা একুশে ফেব্রুয়ারিতে মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমি দেখিয়ে দিয়েছি ।
এই দিনেই সালাম বরকত রফিক জব্বার সহ অনেকেই তাদের জীবন উৎসর্গ করেছিলেন । তাদের এই মহান আত্মত্যাগের বিনিময়ে রচিত হয়েছে আমাদের জাতীয় মুক্তি আন্দোলনের প্রথম স্লোগান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখন বিশ্বব্যাপী পালিত হয় ।
৫২ সালের একুশের রক্তাক্ত পথ ধরেই এদেশের সকল গণতান্ত্রিক এবং সাধীকারের সংগ্রাম তীব্র হয়ে অর্জিত হয়েছে এক রক্তক্ষয়ীযুদ্ধের মধ্য দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা । দেশের মানুষ আমরা ফিরে পাই একটি স্বাধীন ভূখণ্ড। মোহাম্মদ আশরাফুল আলম খান সুযোগ্য জেলা প্রশাসক পিরোজপুর।