
আলী আহসান মোহাম্মদ: আলজেরিয়া সোমবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে তার পূর্ণ সমর্থন নিশ্চিত করেছে এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে উত্তর আফ্রিকার দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি এ বার্তা জানান। প্রধান উপদেষ্টা তার আলজেরিয়ার প্রতিপক্ষকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করার প্রয়াসে তাদের ব্যবসায়িক প্রতিনিধিদল ঢাকায় পাঠানোর জন্য দেশটির প্রতি অনুরোধ জানান। বৈঠকে রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশের প্রতি রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখবে এবং তাদের জ্বালানিমন্ত্রী মার্চে ঢাকা সফর করবেন।
তিনি বলেন, আলজেরিয়া আরও বাংলাদেশি পণ্য যেমন টেক্সটাইল, পাট, ওষুধ, খাদ্য এবং ইলেকট্রনিক্স আমদানির পরিকল্পনা করছে। প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও), জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আলজেরিয়ার সমর্থন চেয়েছেন কারণ বাংলাদেশ এই তিনটি আন্তর্জাতিক সংস্থার নির্বাচনে প্রার্থী। 2026-2027 মেয়াদের জন্য ক্যাটাগরি C-এর অধীনে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (IMO) কাউন্সিলের জন্য নির্বাচন লন্ডনে ডিসেম্বর 2025-এ নির্ধারিত হয়েছে। 2028-2030 মেয়াদের জন্য জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের (UNHRC) সদস্য পদের জন্য নির্বাচন নিউইয়র্কে 2027 সালে অনুষ্ঠিত হবে। নিউইয়র্কে 2030 সালের নির্বাচনের সাথে বাংলাদেশ 2031-2032 মেয়াদের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী আসনের জন্যও প্রতিদ্বন্দ্বিতা করবে। বৈঠকে সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক বি এম জামাল হোসেন উপস্থিত ছিলেন।
নিজস্ব সংবাদ : 




















