
সুন্দরবনের শিবসা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২৫ কেজি হরিণের মাংস ও ৮০টি শিকারের ফাঁদসহ পাঁচজন শিকারী আটক হয়েছে। ১২ মার্চ বিকেলে নলিয়ান আউটপোস্টের অভিযানে একটি কাঠের বোট থেকে এসব উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা খুলনার কয়রা থানার বাসিন্দা। জব্দকৃত মালামালসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হড্ডা ফরেস্ট অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সুন্দরবনে বন্যপ্রাণী সংরক্ষণে কোস্ট গার্ডের অভিযান চলমান থাকবে।