
ফেরদৌস ওয়াহিদ রাসেল পিরোজপুর জেলা প্রতিনিধি: পিরোজপুর জেলা কারাগারে দর্শনার্থীদের বসার জন্য রয়েছে সুন্দর ব্যবস্হাপনা।পাশেই রাখা আছে খাবার পানি। আগত দর্শনার্থীদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য রয়েছে মেডিকেল ক্যাম্প। এছাড়া দুগ্ধপোষ্য শিশুর জন্য রয়েছে ব্রেস্ট ফিডিং কর্নার। এমনকি জেলখানার মধ্যে প্রিয়জনের জন্য রান্না করে আনা খাবার দিতে পারছেন অনায়াসেই। এভাবেই পিরোজপুরে এক নতুন জেলাখানার আবিষ্কার করেছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বন্দিদের স্বজনেরা।
বিগত দিনগুলি থেকে বর্তমানে কারাগারে আসা দর্শনার্থীরা খুব সহজেই বিভিন্ন সেবা সমূহ পাচ্ছেন বিগত দিনগুলোর চেয়ে এ বছরের চিত্র পুরো আলাদা। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে পিরোজপুর জেলখানায় এরকম মনোরম পরিবেশে সৃষ্টি করেছে জেল কর্তৃপক্ষ। সাধারণ দর্শনার্থীদের সাথে থেকে পুরো বিষয়গুলো মনিটরিং করছেন জেল সুপার মো: মোস্তফা কামাল এবং জেলার মো: ফেরদৌস মিঞা।
মনিটরিং করার সময় জেল সুপার ও জেলার বলেন, দূর দূরন্ত থেকে আগত দর্শনার্থীদের
স্বজনদের সাথে সাক্ষাতের ব্যবস্হা করা, জরুরী চিকিৎসা সেবা প্রদান সহ বিভিন্ন বিষয় আমরা আন্তরিকতার সাথে দেখছি। কারা অধিদপ্তরের কারা মহাপরিদর্শক ও কারা উপ মহাপরিদর্শক বরিশাল মহোদয়ের সার্বিক নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এই সকল উদ্যেগ চালু থাকবে।
এরকম পরিবেশ পেয়ে খুবই খুশি স্বজনদের সাথে দেখা করতে আসা দর্শনার্থীরা।