
মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী) : চিরনিদ্রায় শায়িত হলেন পটুয়াখালীর বাউফল উপজেলায় পেট্রোলের আগুনে ঝলছে যাওয়া সেই মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ নাসির উদ্দীন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন)। ঢাকার বার্ণইউনিট হাসপাতালে মৃত্যু যন্ত্রনায় কাতরাতে কাতরাতে রবিবার দিবাগত রাত ১;১৫ টায় শেষ নি:শ্বাস ত্যাাগ করে চলে গেলেন পরপারের দেশে। এলাকায় চলছে শোকের মাতম। এমন হ্রদয় বিদারক করুণ ঘটনাটি ঘটেছে বাউফলের কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রামে। মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন রাজাপুর বালিকা দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক এবং ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী। তিনি হিজবুল্লাহ্ বাজারের একজন পেট্রোল ব্যবসায়ীও। শনিবার রাত সারে ৭টার দিকে বিদ্যুতের লোডশেডিং চলাকালীন সময় ওই শিক্ষকের পেট্রোলের দোকানে পেট্রোল নিতে আসেন এক বাইকার। এ সময় মোমবাতি জ¦ালিয়ে পেট্রোল দিতে গেলে হাত থেকে জ¦লন্ত মোমবাতি পেট্রোলের মধ্যে পড়ে যায়। এসময় মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে তার শরীরে এবং তার দোকানটি পুরে ভস্মিভূত হয়ে যায়। এক পর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আশংকা জনক অবস্থায় ঢাকা জাতীয় বার্ণ ইউনিট হাসপাতালে তাকে প্রেরণ করেন। রবিবার দিবাগত রাত ১;১৫ টায় পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান পরপারে। মাওলানা মো: নাসির উদ্দীনের লাশ নিয়ে আসলে এলাকায় নেমে আসে শোকের ছায়া। সোমবার বিকেল ৫;৩০ টায় রাজাপুর বালিকা দাখিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে নিজ বাড়িতে তাকে কবরস্ত করা হয়।
তার শোকসন্ত্রস্ত পরিবারবর্গকে শান্তনা দিয়ে অডিও কলে ভার্চুয়াল বক্তব্য রাখেন , বাংলাদেশ জামায়েতি ইসলামীর ঢাকা মহানগরীর দক্ষিনের সেক্রেটারি ,বাউফল উন্নয়ন ফোরোমের চেয়ারম্যান ও ছাত্র শিবিরের সভাপতি (সাবেক) ড. মু. শফিকুল ইসলাম মাসুদ।