
বিশেষ প্রতিনিধিঃ পিরোজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি”।
শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ”পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের” অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পিরোজপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহীদুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,ইন্স্ট্রার ইউ,আর, সি, রনু আহমেদ, আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ পিরোজপুর জেলা শাখা সভাপতি মোঃ সাইদুল হক মামুন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, পিরোজপুর সদর উপজেলা সভাপতি, শেখ আসাদুজ্জামান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পিরোজপুর সদর উপজেলা, সাধারণ সম্পাদক, কাজী এনামুল হক।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা অফিসার সহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।