
মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফল উপজেলায় এলাকাবাসীর ডাক-চিৎকারে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় ডাকাত দল। শনিবার (১০ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামে এ ঘটনাটি ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভরিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আতিক ফয়সাল ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা থেকে এলাকায় বিদ্যুৎ ছিল না। এই সুযোগে ভরিপাশা গ্রামের জামে মসজিদের ইমাম ও ভরিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আব্দুল হাই’র বসত বাড়িতে সঙ্গবন্ধ ডাকাত দল হানা দেয়। কৌশলে ঘরে প্রবেশ করে অেে¯্রর মুখে মাওলানা আব্দুল হাইকে (৭৫)।জিম্মি করার চেষ্টা করলে তার ডাকচিৎকারে বাড়ির একজন টের পেয়ে যায় এবং মোবাইল ফোনে খবর ছড়িয়ে দিলে স্থানীয়রা তাৎক্ষনিক ডাক-চিৎকার দিয়ে এগিয়ে আসলে ডাকাত দল একাধিক মোটরসাইকেল যোগে দ্রæত সটকে পড়ে। এ সময় ডাকাত দলের ব্যবহৃত নম্বরপ্লেট বিহীন অপর একটি বøু-রঙের প্লাটিনা ব্রান্ডের মোটরসাইলে ফেলে রেখে যায়। স্থানীয়রা ছুটে আসায় ডাকাতদল উল্লেখযোগ্য কোন কিছু ছিনিয়ে নিতে পারেনি। ঘটনার সময় ওই বাড়ির তিনটি বসতঘরে লোকজন থাকলেও নিজ বসতঘরে একা অবস্থান করছিলেন মাওলানা আব্দুল হাই।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আকতারুজ্জামান সরকার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।