
আলী আহসান রবি : বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সাথে আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশন – এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের (আইটিইউসি-এপি) একটি তিন সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলে ছিলেন মি. শোয়া ইয়োশিদা, সৈয়দ মোহাম্মদ ফাহিমউদ্দিন পাশা এবং মোহাম্মদ জাহুর আওয়ান।
সাক্ষাৎকালে শ্রম খাতের সাম্প্রতিক অগ্রগতি ও সাফল্য নিয়ে আলোচনা হয়। শ্রম উপদেষ্টা জানান, ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ গত ১৭ নভেম্বর গেজেটভুক্ত হয়েছে, যা সকল পক্ষ কর্তৃক গৃহীত হয়েছে। নির্বাচিত সরকার পরবর্তীতে এটিকে আইনে পরিণত করবে বলে তিনি বিশ্বাস করেন। তিনি বলেন, সরকার শ্রমিকদের কল্যাণে কাজ করছে এবং সংশ্লিষ্ট বিধি প্রণয়নের কাজ পর্যায়ক্রমে শুরু করা হবে।
উপদেষ্টা আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন নং ১৫৫, ১৮৭ ও ১৯০ বাংলাদেশ অনুসমর্থন করেছে এবং সেগুলো আনুষ্ঠানিকভাবে আইএলওতে হস্তান্তর করা হয়েছে। এই তিনটি কনভেনশন অনুস্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে আইএলওর ১০টি মৌলিক কনভেনশনই অনুস্বাক্ষরকারী দেশে পরিণত হয়েছে।
শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর বিষয়ে উপদেষ্টা বলেন, এগুলোর অধিকাংশই ইতোমধ্যে নিষ্পত্তি করা হয়েছে, যা অন্তর্বর্তীকালীন সরকারের একটি সাফল্য। শ্রম পরিদর্শন কার্যক্রম শক্তিশালীকরণের বিষয়ে তিনি জানান, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে খুব শিগগিরই ১২২ জন নতুন শ্রম পরিদর্শক নিয়োগ দেওয়া হবে।
আইটিইউসি-এপির প্রতিনিধিরা সাম্প্রতিক সময়ে শ্রম অধ্যাদেশ জারি, আইএলওর তিনটি কনভেনশন অনুস্বাক্ষর এবং শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন। আইটিইউসি বাংলাদেশ চাপ্টারে অন্তর্ভুক্ত ৬টি শ্রমিক সংগঠনের পাশাপাশি আরও ৪টি শ্রমিক সংগঠনকে তাদের কনফেডারেশনে অন্তর্ভুক্ত করে ১ টি কনফেডারেশন গঠনের উদ্দ্যেগ গ্রহণ করা হয়েছে। এ কনফেডারেশন গঠন করার বিষয়ে উপদেষ্টার সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রাণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া, বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নিজস্ব সংবাদ : 


















