
ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন এর দিকনির্দেশনায় গভীর রাতে পরিচালিত এক গোপন অভিযানে ইয়াবা ও ভারতীয় বিদেশি মদসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি বাবুল মিয়া (৩৭), তাহিরপুর উপজেলার নতুন লাকমা (বন্দেরহাটি) গ্রামের বাসিন্দা।
শনিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আবীর দাশের নেতৃত্বে পুলিশের একটি দল বাবুল মিয়ার বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানে তার ঘর থেকে ৩ বোতল ‘Officer’s Choice’, ১ বোতল ‘Magic Moments’ নামের ভারতীয় মদ এবং ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে এসআই আবীর দাশের সঙ্গে এএসআই মখলেছুর রহমান ও সঙ্গীয় ফোর্স অংশ নেন। পরে ওসি মোঃ দেলোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত বাবুল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে পাঠানো হলে বিচারিক হেফাজতে নেওয়া হয়।