
মো: হামিম রানা (ঠাকুরগাঁও): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে “বৃক্ষরোপণ ২০২৫” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১০ জুলাই (বুধবার) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন লেহেম্বা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল তানভীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেহেম্বা ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক মুরশালীন, রাণীশংকৈল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হুদা, লেহেম্বা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মহসীন আলী, লেহেম্বা ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জলিল মাস্টারসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পদমপুর উচ্চ বিদ্যালয়, মমরেজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাপর পার্বতীপুর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।