
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাংলাদেশ–ভারত সীমান্তবর্তী এলাকা থেকে ২৪টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চারাগাঁও বিওপির একটি টহল দল বিশেষ অভিযান চালিয়ে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের মাইজহাটি এলাকায় পলিথিনে মোড়ানো অবস্থায় গাছপালার আড়ালে লুকিয়ে রাখা ডেটোনেটরগুলো পাওয়া যায়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, উদ্ধারকৃত এসব ডেটোনেটর দিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরি করা সম্ভব। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্টের উদ্দেশ্যে সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে এগুলো আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন–২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, “সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা জোরদার, নিয়মিত অভিযান ও সতর্ক অবস্থান বজায় রাখার কারণে এই চোরাচালান প্রতিহত করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র ও বিস্ফোরকসহ সব ধরনের অবৈধ চোরাচালান রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যের বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
নিজস্ব সংবাদ : 



















