
নিউজ ডেস্ক: প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা-২০২৫ অনুযায়ী প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। রোববার (১৩ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা-২০২৫ (www.pressinform.gov.bd) এর আওতায় ইলেকট্রনিক, প্রিন্ট এবং অনলাইন মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের কাছ থেকে ৩ বছর মেয়াদী নতুন প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য আবেদন আহ্বান করা হচ্ছে। প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা-২০২৫ এর ১০.১ অনুযায়ী- গণমাধ্যমে কর্মরত সম্পাদক, নির্বাহী সম্পাদক, উপসম্পাদক, বার্তা সম্পাদক, বিভাগীয় সম্পাদক, প্রতিবেদক, আলোকচিত্র সাংবাদিক ও ভিডিও জার্নালিস্টদের মোট সংখ্যার ৩০ শতাংশ/অনধিক ১৫টি কার্ড ইস্যু করা হবে। এ অবস্থায় নীতিমালায় উল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্রসহ গণমাধ্যমকর্মীদের তালিকা ও আবেদনপত্র তথ্য অধিপ্তরে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।