
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন জমি/স্থাপনা সিএমপি’র অনুকূলে বরাদ্দ প্রদান সংক্রান্তে সভা অনুষ্ঠিত
আজ ১৩ জুলাই, ২০২৫ খ্রিঃ নগরীর দামপাড়া পুলিশ লাইনস কনফারেন্স হলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন জমি/স্থাপনা সিএমপি’র অনুকূলে বরাদ্দ প্রদান সংক্রান্তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ।
এসময় তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী জনার মো: নুরুল করিম সহ সিডিএ এর অন্যান্য প্রতিনিধিদের সাথে সিএমপি’র অনুকূলে মহানগরীর বিভিন্ন এলাকায় জমি/স্থাপনা বরাদ্দের বিষয়ে আলোচনা করেন। আলোচনাকালে তিনি চট্টগ্রাম মহানগরী এলাকায় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত , অপরাধ প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,
দুর্ঘটনা ও দুর্যোগ ব্যবস্থাপনায় সার্বিক সহায়তা করা,
বিভিন্ন আইনি সহায়তা ও পরামর্শ প্রদান করা, বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে সহযোগিতা করা সহ সরকারের উন্নয়ন কাজে নিরাপত্তার প্রয়োজনে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় স্থায়ী থানা ভবন নির্মাণ, পুলিশ ফাঁড়ি, পুলিশ বক্স, ডাম্পিং স্টেশন নির্মাণ করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। সভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত ও পদক্ষেপ সম্পর্কে তিনি সকলকে অবগত করেন।
এসময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবির; অতিরিক্ত পুলিশ কমিশনার ( ট্রাফিক) আসফিকুজ্জামান আকতার বিপিএম সহ সিডিএ এর প্রতিনিধিবৃন্দ ও সিএমপির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।