
মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ): সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মহিষখলা বাজারে সোমবার বিকেল ৪টায় বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে চলমান মিথ্যা অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে একতা মিছিল করেছে ছাত্রদল।
মিছিলটিতে মধ্যনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক ছাত্রদল কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। তারা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত এক প্রতিবাদ সমাবেশে মিলিত হন।
সমাবেশে আন্দোলনকর্মীদের মুখে মুখে ছিল প্রতিবাদী স্লোগান:
> “জিয়ার সৈনিক এক হও!”,
“অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন!”,
“চাঁদাবাজদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন!”
এইসব স্লোগানে মুহুর্মুহু উত্তাল হয়ে ওঠে পুরো বাজার এলাকা।
বক্তারা বলেন,
“রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এসব ষড়যন্ত্র জনগণ ও যুবসমাজের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে। আমরা এসব চক্রান্তের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে আছি এবং থাকবো।”
বিশেষ বক্তব্য রাখেন:
১. মোঃ আশিক মিয়া – সদস্য, মধ্যনগর উপজেলা ছাত্রদল
২. মোঃ হাসান শিকদার – সাধারণ সম্পাদক, ইউনিয়ন ছাত্রদল
৩. মোঃ সাকিবুল হাসান (আলম) – শিক্ষা ও সাহিত্য সম্পাদক, বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন ছাত্রদল
৪. ডাঃ মোঃ মোস্তাকিম – সম্মানিত সদস্য, ইউনিয়ন ছাত্রদল
৫. মোঃ কামাল হোসেন – ক্রীড়া সম্পাদক, ইউনিয়ন ছাত্রদল
৬. হারুনুর রশিদ শান্ত – সদস্য, ইউনিয়ন ছাত্রদল
৭. আলাল উদ্দিন – সদস্য, ইউনিয়ন ছাত্রদল
৮. মোঃ মনোয়ার হোসেন – সম্মানিত সদস্য, ইউনিয়ন ছাত্রদল
এছাড়াও অনেক নেতাকর্মী, ছাত্র ও যুবক এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বক্তারা আরও বলেন, “মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধ এবং রাজনৈতিক স্বচ্ছতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সদা প্রস্তুত।”