
মো:হৃদয় হাসান
সিরাজগঞ্জ উল্লাপাড়া প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক ও জনপদের জায়গা দখল করে বিএনপির আঞ্চলিক অফিস নির্মাণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বগুড়া নগরবাড়ি মহাসড়কের পূর্বদেলুয়া বাজার সংলগ্নস্থানে। সরজমিনে ঘুরে দেখা গেছে উল্লাপাড়া উপজেলার বগুড়া- নগরবাড়ী মহাসড়কের উত্তর পাশে সড়ক ও জনপদের জায়গায় বিএনপির আঞ্চলিক কার্যালয় নির্মাণ করে দলীয় কার্যক্রম পরিচালনা করছে। ৫ আগস্টের পর বিএনপির স্থানীয় নেতা কর্মীরা সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে ঘর নির্মাণ করেন। সেখান থেকে বিএনপি’র দলীয় কার্যক্রম পরিচালনা করছেন। এমন ঘটনায় ঘটনায় সচেতন মহল স্থানীয় সচেতন মহল মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অতি দ্রুত সংশ্লিষ্ট অফিসের হস্তক্ষেপে দখলকৃত জায়গা উদ্ধারের দাবি জানান সাধারন জনগণ।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক ব্যক্তি বলেন, সরকারি জায়গা দখল করে বিএনপি নেতা কর্মীদের অফিস নির্মাণ করা ঠিক হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক সদ্য বিদায়ী উপজেলা বিএনপির এক নেতা বলেন, আমি রাস্তা দিয়ে যাতায়াতের সময় বিষয়টি দেখেছি, আমাদের লোকজন এটি করে নাই। এম আকবার আলী গ্রুপের লোকজন দলীয় অফিস নির্মাণ করেছে।
এ বিষয়ে সিরাজগঞ্জের সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান (শুমেল) বলেন, বিষয়টি আমার জানা নাই, এখনি লোক পাঠাচ্ছি প্রয়োজনীয় ব্যবস্হা নেয়া হবে।