ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফিল্ম আর্কাইভে সপ্তাহব্যাপী প্রামাণ্যচিত্র প্রদর্শন কর্মসূচির উদ্বোধন Logo ২০২৪ সালে দক্ষিণ এশিয়ায় রেকর্ড সংখ্যক শিশুকে টিকা দেওয়া হয়েছে Logo পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত Logo মাদ্রাসায় আরবির পাশাপাশি ইংরেজি ভাষা চর্চায় জোর দিতে হবে- ধর্ম উপদেষ্টা Logo জলাবদ্ধতা, দুষণ ও জনদুর্ভোগ কমাতে খালগুলোর প্রবাহ ফিরিয়ে আনতে কাজ করছে সরকার- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান Logo জাতীয় দক্ষতা প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণ এনএসডিএ-কর্তৃকবিশ্ব যুব দক্ষতা দিবস উদযাপন Logo বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সংখ্যালঘু ঐক্য মোর্চার ব্যানারে সংবাদ সম্মেলনের বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের বক্তব্য Logo সরকার স্পষ্ট করে বলতে চায় যে অধ্যাপক ইউনূসকে “জাতীয় সংস্কারক” ঘোষণা করার ইচ্ছা নেই” Logo ফ্যাসিজম মুক্ত জুলাই- মোহাম্মদ গিয়াস উদ্দিন Logo আগস্ট থেকে শুরু হবে খাদ্য বান্ধব কর্মসূচি, ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি  চাল পাবে ৫৫ লাখ পরিবার – খাদ্য উপদেষ্টা

পিরোজপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ৫৩০ বার পড়া হয়েছে
ফেরদৌস ওয়াহিদ রাসেল, পিরোজপুর প্রতিনিধি : গোপন তৎপরতায় দীর্ঘদিন গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্তিতির অবনতির প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল। সোমবার (১৪ জুলাই) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা ছাত্রদলের উদ্যোগে পিরোজপুর জেলা স্টেডিয়াম থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠের স্বাধীনতা মঞ্চের গিয়ে শেষ। সেখানে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। এ সময় বক্তারা জামায়েত ইসলামীর সমালোচনা করে বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এই দলটি এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। এদেশের মানুষকে হত্যা করেছিল, ধর্ষণ করেছিল, লুটতরাজ করেছিল। কিন্তু আজ পর্যন্ত এই দলটি এদেশের মানুষের কাছে ক্ষমা চায়নি।
এছাড়া আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের সময় এই দলটি আত্মগোপনে থেকে টিকে ছিল। অথচ বিএনপি’র নেতাকর্মীরা মাঠে পরিচয় দিয়েই রাজনীতি করেছে। রাজনীতির মাঠে টিকতে না পেরে তারা পতিত আওয়ামী লীগের সাথে জোট বেঁধে বিএনপি এবং তারেক রহমানের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। জামায়াত ও আওয়ামী লীগকে মাঠে প্রতিহত করার জন্য বিএনপি’র নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে বলেও জানান বক্তারা। বক্তারা বলেন, পরিকল্পিতভাবে দেশের শিক্ষাঙ্গন ও যুব সমাজকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন গুপ্ত সংগঠন একের পর এক ষড়যন্ত্র চালাচ্ছে। এর মাধ্যমে শিক্ষার পরিবেশ নষ্ট করা এবং সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা চলছে। ‎বক্তারা এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রসমাজকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকার করার ষড়যন্ত্র কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পিরোজপুর জেলা ছাত্রদলসহ দেশের প্রতিটি জেলা, উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠান-ভিত্তিক ইউনিট থেকে এ ধরনের অপচেষ্টা রুখে দেওয়া হবে। ‎বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, ছাত্রসমাজ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফিল্ম আর্কাইভে সপ্তাহব্যাপী প্রামাণ্যচিত্র প্রদর্শন কর্মসূচির উদ্বোধন

পিরোজপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় ০৩:৪৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
ফেরদৌস ওয়াহিদ রাসেল, পিরোজপুর প্রতিনিধি : গোপন তৎপরতায় দীর্ঘদিন গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্তিতির অবনতির প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল। সোমবার (১৪ জুলাই) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা ছাত্রদলের উদ্যোগে পিরোজপুর জেলা স্টেডিয়াম থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠের স্বাধীনতা মঞ্চের গিয়ে শেষ। সেখানে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। এ সময় বক্তারা জামায়েত ইসলামীর সমালোচনা করে বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এই দলটি এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। এদেশের মানুষকে হত্যা করেছিল, ধর্ষণ করেছিল, লুটতরাজ করেছিল। কিন্তু আজ পর্যন্ত এই দলটি এদেশের মানুষের কাছে ক্ষমা চায়নি।
এছাড়া আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের সময় এই দলটি আত্মগোপনে থেকে টিকে ছিল। অথচ বিএনপি’র নেতাকর্মীরা মাঠে পরিচয় দিয়েই রাজনীতি করেছে। রাজনীতির মাঠে টিকতে না পেরে তারা পতিত আওয়ামী লীগের সাথে জোট বেঁধে বিএনপি এবং তারেক রহমানের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। জামায়াত ও আওয়ামী লীগকে মাঠে প্রতিহত করার জন্য বিএনপি’র নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে বলেও জানান বক্তারা। বক্তারা বলেন, পরিকল্পিতভাবে দেশের শিক্ষাঙ্গন ও যুব সমাজকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন গুপ্ত সংগঠন একের পর এক ষড়যন্ত্র চালাচ্ছে। এর মাধ্যমে শিক্ষার পরিবেশ নষ্ট করা এবং সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা চলছে। ‎বক্তারা এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রসমাজকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকার করার ষড়যন্ত্র কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পিরোজপুর জেলা ছাত্রদলসহ দেশের প্রতিটি জেলা, উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠান-ভিত্তিক ইউনিট থেকে এ ধরনের অপচেষ্টা রুখে দেওয়া হবে। ‎বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, ছাত্রসমাজ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।