
আলী আহসান রবি
১৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
কাস্টমস ও ভ্যাট বিভাগ এবং কর বিভাগের কর্মচারীবৃন্দের কর্মবিরতি ও শাটডাউন কর্মসূচি পালনের কারণে অর্থনৈতিক ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয় ৯ (নয়) সদস্য বিশিষ্ট আন্ত:মন্ত্রণালয় কমিটি গঠন করা করেছে।
সৈয়দ রবিউল ইসলাম, যুগ্মসচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কে আহবায়ক করে গঠিত কমিটিতে সদস্য হিসেবে আছেন অর্থ বিভাগের উপসচিব পর্যায়ের একজন উপযুক্ত প্রতিনিধি, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব পর্যায়ের একজন উপযুক্ত প্রতিনিধি, শিল্প মন্ত্রণালয়ের উপসচিব পর্যায়ের একজন উপযুক্ত প্রতিনিধি, নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর উপসচিব পর্যায়ের একজন উপযুক্ত প্রতিনিধি, জাতীয় রাজস্ব বোর্ড এর একজন উপযুক্ত প্রতিনিধি, বিজিএমইএ এর একজন উপযুক্ত প্রতিনিধি এবং এফবিসিসিআই এর একজন উপযুক্ত প্রতিনিধি। এই কমিটিতে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন উপসচিব (প্রশাসন-১), অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।
কমিটি গত ২৮-২৯ জুন ২০২৫ তারিখ ০২ দিন কাস্টমস হাউস, চট্টগ্রাম এর অফিস বন্ধ থাকায় রাজস্ব ক্ষতির পরিমাণ নিরূপণ করবে। এছাড়া দীর্ঘ ২ মাসব্যাপী কাস্টমস ও ভ্যাট বিভাগ এবং কর বিভাগের কর্মচারীবৃন্দের কর্মসূচি পালনের কারণে সকল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কাস্টম হাউস, কাস্টমস বন্ড কমিশনারেট এবং আওতাধীন অধিদপ্তর/পরিদপ্তর/অনান্য দপ্তর সমূহের (কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটসহ) এবং কর অঞ্চলসমূহে রাজস্ব ক্ষয় ক্ষতির পরিমাণ নিরূপণ করবে।
কমিটিকে দীর্ঘ ২ মাসব্যাপী কর্মসূচি পালনের কারণে শুল্কায়ন কার্যক্রম এবং সকল স্থলবন্দর ও নৌ-বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমে ক্ষয় ক্ষতিসহ দেশের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ নিরূপণ করে আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।