
হাফিজুর রহমান শিমুলঃ সমবায় অধিদপ্তর, ঢাকার বাস্তবায়নাধীন দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় কালিগঞ্জ উপজেলার সফলভোগী সদস্যদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে প্রকল্পভুক্ত কাঁকশিয়ালী দুগ্ধ সমবায় সমিতি লিমিটেড এবং রতনপুর ও মথুরেশপুর দুগ্ধ সমবায় সমিতি লিমিটেড-এর নির্বাচিত সুবিধাভোগী সদস্যদের মাঝে এই চেক হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সমবায় কার্যালয়ের বিভাগীয় যুগ্ম নিবন্ধক নূরুন্নবী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার এফএম, সেলিম আখতার, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, দুগ্ধ সমবায় সমিতির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, দুগ্ধ সমবায় সমিতির সদস্য শেখ মাহামুদ আলী প্রমুখ। আলোচনা সভা শেষে সুবিধাভোগী সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রত্যেক সদস্যকে ১ লাখ ৬০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।