ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কালিগঞ্জে সমবায় সমিতির সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত Logo জুলাই বিপ্লব আমাদের সাম্য, মৈত্রী ও মানবিক অধিকার প্রতিষ্ঠা করেছে- পার্বত্য উপদেষ্টা Logo অর্থ মন্ত্রণালয় ৯ (নয়) সদস্য বিশিষ্ট আন্ত:মন্ত্রণালয় কমিটি গঠন করা করেছে Logo জার্নালিজম একটি পবিত্র দায়িত্ব, এটা একটি আমানত, এটা জনগণের মুখপাত্র Logo টেকনাফের রঙ্গিখালী পাহাড়ে ডাকাতের আস্তানা থেকে ১টি বিদেশি রিভলবার, ১টি এলজি, ১টি ওয়ান শ্যুটার পিস্তল, ১টি একনালা বন্দুক ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার Logo গোপালগঞ্জে শান্তিপূর্ণ এনসিপির সমাবেশে হামলার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি Logo জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত মাসব্যাপী ফটোগ্রাফি এবং গ্রাফিতি প্রদর্শনী Logo চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলার আসামি মোঃ রিজওয়ান উদ্দিন অভিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, তদন্ত চলমান: ডিএমপি কমিশনার Logo ইন্দুরকানীতে ভূমি কর্মকর্তার চেয়ারে বসে দাপ্তরিক কাজ করেন কম্পিউটার ব্যবসায়ী Logo তিস্তা ব্যবস্থাপনায় ১২ হাজার কোটি টাকার প্রকল্প এবং রংপুরে পূর্ণাঙ্গ হাসপাতাল করবে সরকার।

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত মাসব্যাপী ফটোগ্রাফি এবং গ্রাফিতি প্রদর্শনী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ৫২৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি
১৬ জুলাই ২০২৫

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মানিত সহকর্মীবৃন্দ এবং সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজ এখানে ফরেন সার্ভিস একাডেমিতে উপস্থিত হওয়ার জন্য।

প্রথমেই আমি জুলাই-আগষ্ট ২০২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাঁদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যারা আহত হয়ে চিকিৎসারত আছেন তাদের আশু সুস্থতা কামনা করছি।

আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা এবং ‘জুলাই শহীদ দিবস-২০২৫’ এর সাথে সঙ্গতি রেখে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত মাসব্যাপী ফটোগ্রাফি এবং গ্রাফিতি প্রদর্শনীতে। আজকের এই আয়োজন আমাদের জুলাইয়ের চেতনা ও ঘটনাবলী স্মরণ করিয়ে দেয়। আমাদের এগিয়ে যাবার অনুপ্রেরণা যোগায়।

এই গ্রাফিতি ও ফটোগ্রাফি প্রদর্শনী কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়; এর পেছনে রয়েছে একটি স্পষ্ট বার্তা। আমরা চাই না, বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, এই জুলাই আন্দোলনের ঘটনাবলী জাতীয় স্মৃতি থেকে হারিয়ে যাক। আমরা চাই না, সেই ত্যাগ, সেই সাহস, আর সেই সময়ের সত্য ও ঘটনাবলী ভুলে যাক আমাদের আগামী প্রজন্ম। এ আয়োজন তারই এক ক্ষুদ্র কিন্তু গুরুত্বপূর্ণ প্রয়াস যার মাধ্যমে আমরা চাই মানুষ দেখুক, ভাবুক, প্রশ্ন করুক, এবং মনে রাখুক। আমাদের এই আয়োজনে যুক্ত হবার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ।

আমরা সকলেই জানি, জুলাই আন্দোলন সময়ের ব্যবধানে এক সার্বজনীন গণআন্দোলনে রূপ নিয়েছিলো-একটা সময় প্রায় সব শ্রেণী-পেশার মানুষ, সরাসরি বা পরোক্ষভাবে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেছিলেন। এটা ছিল একটা নৈতিক আন্দোলন-যা কোনো দল বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ ছিলো না। সাম্য, ন্যায়, মানবাধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের পথযাত্রায় এটি এক অনন্য অধ্যায়।

এসব স্মৃতি ধরে রাখা রাষ্ট্রের দায়িত্ব। এই প্রদর্শনী সেই প্রচেষ্টারই অংশ। আমরা চেয়েছি এমন কিছু দৃশ্যমান করে তুলতে, যা মানুষকে ভাবাবে, যা মানুষের মনে গেঁথে থাকবে।

এছাড়াও, ভবিষ্যতে যারা এই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন-তাঁদের জন্য এই ইতিহাস একটি দর্পণ হয়ে থাকবে। যেন তারা বোঝেন, ন্যায় ও অন্যায়ের পার্থক্য কী ছিল, কে কোথায় দাঁড়িয়েছিল, কারা সত্যের পক্ষে কথা বলেছিল, আর শেষ পর্যন্ত কে কতটুকু মূলা দিয়েছিল।

পরিশেষে, আমি বলবো-আমরা অতীতকে মনে রাখতে চাই দুঃখ নিয়ে নয়, গর্ব নিয়ে। এই গর্ব শুধু ভাষণ বা স্মরণে নয়, বরং প্রাত্যহিক চিন্তায়, দৃষ্টিভঙ্গিতে ও দায়িত্ববোধে প্রতিফলিত হোক-এটাই আমাদের প্রত্যাশা। জুলাই পুনর্জাগরণ যেন আমাদের সবসময়ই জাগ্রত রাখে।

আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে সমবায় সমিতির সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত মাসব্যাপী ফটোগ্রাফি এবং গ্রাফিতি প্রদর্শনী

আপডেট সময় ০২:৩৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

আলী আহসান রবি
১৬ জুলাই ২০২৫

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মানিত সহকর্মীবৃন্দ এবং সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজ এখানে ফরেন সার্ভিস একাডেমিতে উপস্থিত হওয়ার জন্য।

প্রথমেই আমি জুলাই-আগষ্ট ২০২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাঁদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যারা আহত হয়ে চিকিৎসারত আছেন তাদের আশু সুস্থতা কামনা করছি।

আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা এবং ‘জুলাই শহীদ দিবস-২০২৫’ এর সাথে সঙ্গতি রেখে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত মাসব্যাপী ফটোগ্রাফি এবং গ্রাফিতি প্রদর্শনীতে। আজকের এই আয়োজন আমাদের জুলাইয়ের চেতনা ও ঘটনাবলী স্মরণ করিয়ে দেয়। আমাদের এগিয়ে যাবার অনুপ্রেরণা যোগায়।

এই গ্রাফিতি ও ফটোগ্রাফি প্রদর্শনী কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়; এর পেছনে রয়েছে একটি স্পষ্ট বার্তা। আমরা চাই না, বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, এই জুলাই আন্দোলনের ঘটনাবলী জাতীয় স্মৃতি থেকে হারিয়ে যাক। আমরা চাই না, সেই ত্যাগ, সেই সাহস, আর সেই সময়ের সত্য ও ঘটনাবলী ভুলে যাক আমাদের আগামী প্রজন্ম। এ আয়োজন তারই এক ক্ষুদ্র কিন্তু গুরুত্বপূর্ণ প্রয়াস যার মাধ্যমে আমরা চাই মানুষ দেখুক, ভাবুক, প্রশ্ন করুক, এবং মনে রাখুক। আমাদের এই আয়োজনে যুক্ত হবার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ।

আমরা সকলেই জানি, জুলাই আন্দোলন সময়ের ব্যবধানে এক সার্বজনীন গণআন্দোলনে রূপ নিয়েছিলো-একটা সময় প্রায় সব শ্রেণী-পেশার মানুষ, সরাসরি বা পরোক্ষভাবে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেছিলেন। এটা ছিল একটা নৈতিক আন্দোলন-যা কোনো দল বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ ছিলো না। সাম্য, ন্যায়, মানবাধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের পথযাত্রায় এটি এক অনন্য অধ্যায়।

এসব স্মৃতি ধরে রাখা রাষ্ট্রের দায়িত্ব। এই প্রদর্শনী সেই প্রচেষ্টারই অংশ। আমরা চেয়েছি এমন কিছু দৃশ্যমান করে তুলতে, যা মানুষকে ভাবাবে, যা মানুষের মনে গেঁথে থাকবে।

এছাড়াও, ভবিষ্যতে যারা এই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন-তাঁদের জন্য এই ইতিহাস একটি দর্পণ হয়ে থাকবে। যেন তারা বোঝেন, ন্যায় ও অন্যায়ের পার্থক্য কী ছিল, কে কোথায় দাঁড়িয়েছিল, কারা সত্যের পক্ষে কথা বলেছিল, আর শেষ পর্যন্ত কে কতটুকু মূলা দিয়েছিল।

পরিশেষে, আমি বলবো-আমরা অতীতকে মনে রাখতে চাই দুঃখ নিয়ে নয়, গর্ব নিয়ে। এই গর্ব শুধু ভাষণ বা স্মরণে নয়, বরং প্রাত্যহিক চিন্তায়, দৃষ্টিভঙ্গিতে ও দায়িত্ববোধে প্রতিফলিত হোক-এটাই আমাদের প্রত্যাশা। জুলাই পুনর্জাগরণ যেন আমাদের সবসময়ই জাগ্রত রাখে।

আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ।