
পিরোজপুর জেলা প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে ইউনিয়ন ভূমি কর্মকর্তার চেয়ারে বসে সরকারি ল্যাপটপ দিয়ে দাপ্তরিক কাজ করছেন বালিপাড়া বাজারের কম্পিউটার ব্যবসায়ী মোঃ নাজিম উদ্দিন ।
বুধবার সকালে ১১টায় উপজেলার বালিপাড়া ইউনিয়নের ভূমি অফিসে এই চিত্র দেখা যায়।
ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায়, বালিপাড়া বাজারের কম্পিউটার ব্যবসায়ী মোঃ নাজিম উদ্দিন ভূমি কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলামের অনুপস্থিতিতে তার চেয়ারে বসে সরকারি ল্যাপটপ দিয়ে অফিসের দাপ্তরিক কাজ ও অফিস দেখাশুনা করেন ।
মোঃ রিয়াজুল ইসলাম ২০২৪ সালে বালিপাড়া ইউনিয়নের ভূমি কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এরপর থেকে প্রায় সময় তিনি অফিসে অনুপস্থিত থাকেন। ঠিক আজকেও তিনি অফিসে অনুপস্থিত ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, ভূমি কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম তার ক্ষমতাবলে বালিপাড়া বাজারের কম্পিউটার ব্যবসায়ী মোঃ নাজিম উদ্দিনকে দিয়ে অফিসের দাপ্তরিক কাজ করাচ্ছেন। এছাড়া ওই ব্যবসায়ীকে দিয়ে নামজারি ও দাখিলা সহ বিভিন্ন সেবার অতিরিক্ত টাকা আদায় করেন ভূমি কর্মকর্তা।
কম্পিউটার ব্যবসায়ী মোঃ নাজিম উদ্দিন কে ভুমি কর্মকর্তার চেয়ারে বসতে দেখে তার পরিচয় জানতে চাইলে। তিনি জানান, আমি কোনো সরকারি নিয়োগ প্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারী না। স্যার অনুপস্থিত থাকায় তিনি আমাকে ইউনিয়ন ভূমি অফিসের কিছু দাপ্তরিক কাজ করতে বলেন।
বালিপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম মুঠোফোনে জানান, আমি অসুস্থ থাকায় অফিসে আসতে পারি নাই। মোঃ নাজিম উদ্দিন কে অফিসের কাজ করতে অনুমতি দিয়েছি তাতে আপনাদের সমস্যা কি?
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান-বিন- মুহাম্মদ আলী জানান, সরকারি কর্মচারী নীতিমালা অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বহিরাগতদের দিয়ে কাজ করার কোন সুযোগ নেই। এই বিষয়টি খুবই লজ্জাজনক। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।