
মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর, সুনামগঞ্জ: সুনামগঞ্জের মধ্যনগর বাজারের শহীদ মিনার সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আনিসুল হক। বিশেষ অতিথি ছিলেন আবুল বাশার ও মুসাহিদ তালুকদার। সভায় সভাপতিত্ব করেন আবে হায়াত এবং সঞ্চালনায় ছিলেন আব্দুল কাইয়ুম মজনু।
বক্তারা বলেন দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ন্যায়ের জন্য ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। জনগণ ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করতে হবে।
উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন থেকে নেতারা প্রায় আটশো থেকে ন’শো জনের একটি সুসংগঠিত মিছিল নিয়ে জনসভায় যোগ দেন। তাদের মধ্যে ছিলেন উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নিবেদিতপ্রাণ নেতাকর্মীরা যারা মনোনয়ন প্রত্যাশী নেতার প্রতি দৃঢ় সমর্থন প্রকাশ করেন।
উল্লেখযোগ্য নেতৃবৃন্দ ছিলেন জনাব জামাল হোসেন মেম্বার সদস্য মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি মোঃ দুলাল মিয়া সাবেক সাধারণ সম্পাদক উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপি মোঃ জমির হোসেন সভাপতি যুবদল মোঃ দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক যুবদল মোঃ জসিম উদ্দিন সহ-যুগ্ম সাধারণ সম্পাদক যুবদল মোঃ মাইনুদ্দীন সভাপতি কৃষক দল এবং মোঃ হাসান সিকদার সাধারণ সম্পাদক ছাত্রদল
বক্তারা তাদের সংগঠিত অংশগ্রহণ ও নেতৃত্বের ভূষী প্রশংসা করেন এবং ভবিষ্যতের আন্দোলনে তাদের অবদান আরও দৃঢ় হওয়ার প্রত্যাশা প্রকাশ করেন।
জনসভা শেষে প্রধান অতিথি আলহাজ্ব আনিসুল হক উপস্থিত নেতাকর্মীদের মধ্যে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্পর্কিত লিফলেট বিতরণ করেন যাতে আন্দোলনের প্রতি জনগণের সচেতনতা বৃদ্ধি পায় এবং সবাই ঐক্যবদ্ধ থাকে।