
ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। শুক্রবার (১৮ জুলাই) রাত ১০টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের মেয়েদের আবাসিক হলগুলোতে ধাপে ধাপে শুরু হয় বিক্ষোভ; এ সময় স্লোগানে প্রকম্পিত হয় প্রতিটি ছাত্রী হল।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা জুলাই-৩৬ হল, উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হল এবং বেগম খালেদা জিয়া হলে অবস্থান নিয়ে বিক্ষোভে অংশ নেন। এ সময় শিক্ষার্থীদের “আমার ভাই মরলো কেন—প্রশাসন জবাব দে”, “আমার ভাই কবরে, প্রশাসন দিচ্ছে ঘুম”, “তুমি কে, আমি কে— সাজিদ সাজিদ” ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
নারী শিক্ষার্থীরা বলেন, “বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পরিস্থিতি খুবই খারাপ। নারী শিক্ষার্থীদের ব্লকে ব্লকে সিসিটিভি ক্যামেরা থাকলেও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নেই। সিসিটিভি ক্যামেরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অলিতে-গলিতে থাকতে হবে। পাশাপাশি পর্যাপ্ত আলোর ব্যবস্থাও করতে হবে।”
তারা আরও বলেন, “প্রশাসন কথায় কথায় বলে বাজেট নাই— এত কোটি কোটি টাকার বাজেট যায় কোথায়? এটা আমাদের প্রশ্ন। পরিবার থেকে আমাদের পাঠানো হয় প্রশাসনের ওপর ভরসা করে, এই আশায় যে তারা নিরাপত্তা নিশ্চিত করবে। অথচ বর্তমানে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা একদমই খারাপ। দ্রুত এসব সমস্যার সমাধান করতে হবে।”