
নিজস্ব প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গালভিটা এলাকায় শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে টাঙ্গুয়ার হাওরের পাশে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ। অভিযানে পরিত্যক্ত এক কাঠের ইঞ্জিনচালিত নৌকা থেকে ৪১ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
মধ্যনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। প্রতিটি বস্তার ওজন প্রায় ৩০ কেজি, যার মোট বাজারমূল্য সাড়ে সাত লাখ টাকার কাছাকাছি।”
ওসি আরও বলেন, “পুলিশ আসার আগেই পাচারকারীরা মালামাল ও নৌকা ফেলে পালিয়ে গেছে। তাদের শনাক্তে তল্লাশি অভিযান চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে পুলিশ নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে।”
এ ঘটনায় অজ্ঞাত ৪ থেকে ৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।