
রাজধানী ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭বি জেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে নয়াবাজার উচ্চ বিদ্যালয় পরিবার। আজ বিদ্যালয় প্রাঙ্গণে দোয়া ও শোক সভার আয়োজন করা হয়। বিমান দুর্ঘটনায় নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়াবাজার উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নুর আলম,অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান ও শিক্ষক/শিক্ষিকাবৃন্দ এবং শতাধিক শিক্ষার্থী। এ সময় সভায় দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। এ ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা একমিনিট নীরবতা পালন করেন এবং শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন। তারা বলেন, দেশসেবায় নিয়োজিত এই বীর বিমান সেনাদের আত্মত্যাগ জাতি চিরদিন স্মরণ রাখবে।