
নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় বিএনপি নেতা ও মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আনিসুল হক বলেন, বর্তমান সরকার দেশের রাষ্ট্রকাঠামো নষ্ট করেছে, তাই ৩১ দফা বাস্তবায়ন দেশের অগ্রগতির জন্য অপরিহার্য।
বুধবার (২৯ জুলাই) দুপুর ২টায় উপজেলার মধ্যবাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাজহারুল হক এবং সঞ্চালনা করেন যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভূট্টো।
প্রধান বক্তা আলহাজ্ব আনিসুল হক ছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এসএম রহমত, সাবেক সহসভাপতি আফসার আলম চন্দন, মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোশাহিদ তালুকদার ও অন্যান্যরা।
সভায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের প্রয়োজনীয়তা ও তা বাস্তবায়নের মাধ্যমে দেশের সংকট থেকে উত্তরণের বিষয়গুলো গুরুত্বসহকারে আলোচিত হয়। এছাড়া লিফলেট বিতরণ করে জনগণকে বিষয়গুলো সম্পর্কে সচেতন করার কাজও করা হয়।