
জেলা গোয়েন্দা শাখা (ডিবি),যশোরের অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই(নিঃ)/অলক কুমার দে পিপিএম, এএসআই(নিঃ) মোঃ শামসুজ্জামান সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম ইং ০৩/০৮/২০২৫ খ্রিঃ তারিখে রাত্র ০৩:০০ ঘটিকায় অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন রাজারহাট রেললাইন সংলগ্ন এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ রিপন (৪৮) কে গ্রেপ্তার করে। এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে পলাতক অবস্থায় ছিল। । সাত বছরের সাজা ওয়ারেন্ট এর পাশাপাশি তার নামে আরও তিনটি জি আর ওয়ারেন্ট মুলতবি ছিল।
জিআর নাম্বার ৯৩৭/১৬ (৭ বছরের সাজা প্রাপ্ত আসামী)
গ্রেফতার কৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন প্রক্রিয়াধীন।
গ্রেফতারকৃত আসামির নাম ঠিকানা:
নামঃ-মোঃ রিপন (৪৮)
পিতাঃ- মৃত সেলিম
স্থায়ী ঠিকানাঃ- রাজারহাট
থানাঃ- কোতোয়ালী
জেলাঃ- যশোর।