
অদ্য ০৭ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সাতক্ষীরা সদর সার্কেল অফিস সংলগ্ন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক),সাতক্ষীরার উদ্যোগে পুনাক শো-রুম এর পুনঃ নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় এক অনাড়ম্বর আয়োজনের মধ্যে দিয়ে ফিতা কেটে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শো-রুমটি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সাতক্ষীরা, ডাঃ রোকেয়া আকখার মহোদয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম ।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সাতক্ষীরা, জনাব মোঃ মুকিত হাসান খাঁন,সহ-সভাপতি,পুনাক, সাতক্ষীরা, জনাব উম্মে হানি বিনতে কবির,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি),সাতক্ষীরা, জনাব মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সাতক্ষীরা, জনাব মোঃ শাহীনুর চৌধুরী সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গবৃন্দ।