
নিউজ ডেস্ক: কুষ্টিয়ায় এক আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে তার ছেলের বঁটির আঘাতে ইস্রাফিল হোসেন নামের পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। হামলার সঙ্গে জড়িত ওই আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে আটক করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের ছয় রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।