
পোর্ট-অ্যাঁ-প্রিন্স, হাইতি: ব্ল্যাকওয়াটারের প্রতিষ্ঠাতা এরিক প্রিন্সের নেতৃত্বে পরিচালিত একটি মার্কিন প্রাইভেট নিরাপত্তা সংস্থা ভেক্টাস গ্লোবাল হাইতিতে গ্যাং হামলা দমন ও কর আদায় পুনঃস্থাপনের জন্য কয়েকশো ফোর্স পাঠানোর পরিকল্পনা করছে। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এরিক প্রিন্স, যিনি বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ডোনাল্ড ট্রাম্পের বড় অনুদানকারী, রয়টার্সকে এক সাক্ষাত্কারে এই নতুন মিশনের বিস্তারিত তুলে ধরেন। একইসঙ্গে দ্য অ্যাসোসিয়েটেড প্রেসও পরিকল্পনার সত্যতা নিশ্চিত করেছে।
প্রিন্স জানান, তার প্রতিষ্ঠান প্রায় এক বছরের মধ্যে হাইতির গ্যাং-আক্রান্ত সড়ক ও এলাকা পুনরায় নিয়ন্ত্রণে আনার আশা রাখে। তিনি বলেন, “আমার জন্য সফলতার অন্যতম মানদণ্ড হবে, যখন পোর্ট-অ্যাঁ-প্রিন্স থেকে কেপ-হাইতিয়েন পর্যন্ত গাড়ি চালিয়ে যাওয়া যাবে এবং গ্যাং দ্বারা বাধাগ্রস্ত হবেনা।”
তিনি আরও জানান, সুরক্ষা পুনঃস্থাপনের পর কোম্পানি হাইতি-ডোমিনিকান প্রজাতন্ত্র সীমান্তে পণ্য পরিবহনের কর ব্যবস্থা তৈরিতে ও বাস্তবায়নে অংশ নেবে।
সূত্র :আল জাজিরা সংবাদ মাধ্যম।
এসবি: কাইয়ুম বাদশাহ।