
স্টাফ রিপোটার :জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের অভিযানে চোরাই ইজিবাইক উদ্ধার সহ গ্রেফতার-০১ জন।
মোঃ আব্দুর হালিম (৫০), পিতা-মৃত সিরাজ মোল্যা, মাতা-তারা মনি, সাং-কিসমত নওয়াপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর এজাহার দায়ের করেন। বাদীর নিজ নামে ১০টি ইজিবাইক ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করে। প্রতিদিনের ন্যায় গত ১১/০৮/২০২৫ তারিখ সকাল অনুমান ০৮:০০ ঘটিকার সময় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন কিসমত নওয়াপাড়া সাকিনস্থ ইজিবাইক গ্যারেজ হতে বাদীর ইজিবাইকের চালক নয়ন (৩২), ইজিবাইক ভাড়া নিয়া চালানোর জন্য গ্যারেজ থেকে বাহির হয়। পরবর্তীতে ইং-১১/০৮/২০২৫ তারিখ সকাল অনুমান ০৮.৩০ ঘটিকার সময় কোতয়ালী মডেল থানাধীন কিসমত নওয়াপাড়া সাকিনস্থ ইজিবাইক গ্যারেজের পাশে রাস্তার উপর হতে উক্ত ইজিবাইক চালক নয়ন(৩২) এর নিকট থেকে জনৈক আমানুল্লাহ সাগর রনি বাদীর ০১টি পুরাতন হলুদ রংয়ের গ্লাসওয়ালা ইজিবাইক প্রতারণার মাধ্যমে চুরি করে নিয়ে যায়।
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করেন এবং রহস্য উদঘাটন সহ চোরাই ইজিবাইকটি উদ্ধারের জন্য জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরকে নির্দেশ প্রদান করেন। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, যশোরের নেতৃত্বে এসআই(নিঃ)/ অলক কুমার দে পিপিএম, এএসআই(নিঃ)/ মোঃ শামসুজ্জামান, এএসআই(নিঃ)/ শেখ কামরুল আলম সঙ্গীয় অফিসার-ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ইং ১৫/০৮/২০২৫ খ্রিঃ তারিখ সকাল ০৮.৪৫ ঘটিকায় যশোর জেলার কেশবপুর থানাধীন কেশবপুর বাজার হইতে আসামী আমানুল্লাহ সাগর রনি (২৮) কে গ্রেফতার করেন। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে বাদীর উল্লেখিত ইজিবাইকটি তার হেফাজতে আছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীর স্বীকারোক্তি মোতাবেক কেশবপুর থানাধীন বেতীকোলা এলাকা হতে বাদীর চুরি যাওয়া ইজিবাইক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে ইং ১৫/০৮/২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
আসামীর নাম- ঠিকানাঃ
নামঃ- আমানুল্লাহ সাগর রনি (২৮)
পিতাঃ- শাহাবুদ্দিন গোলদার
মাতাঃ- জোসনা বেগম
সাংঃ- মাগুরা ঘোনা, গোলদার পাড়া (মান্নান গোলদারের বাড়ি সংলগ্ন)
থানাঃ- ডুমুরিয়া
জেলাঃ- খুলনা।
উদ্ধারঃ ০১টি পুরাতন হলুদ রংয়ের গ্লাসওয়ালা ইজিবাইক, যাহার ছিট কমলা রংয়ের, যাহার কভারে DOWEDO লেখা আছে এবং সামনের ও পিছনের বডিতে YUANDI লেখা আছে, পর্দা কালো রংয়ের, ইজিবাইকের মূল্য অনুমান ১,৮০,০০০/- টাকা।