
নিউজ ডেক্স: লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানা ও এন্টি টেররিজম ইউনিট এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯/০৮/২০২৫ খ্রি. তারিখ ১৮.৩০ ঘটিকার সময় গাজীপুর জেলার গাজীপুর সদর থানাধীন জয়দেবপুর রেলষ্টেশন এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার ওয়ারেন্টভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ রবিউল হাসান (২৯), পিতা- মোঃ আইয়ুব আলী, সাং- লতাবর, ইউপি- চন্দ্রপুর, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট।
আসামী মোঃ রবিউল হাসান সেসন নং- ২৬৪/২২, জিআর- ৩৭/২২(কালীঃ) এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। তার নামে জিআর- ১১৮/২২ ও জিআর- ৩৪/২২ মামলায় কোর্টের বিভিন্ন মেয়াদে সাজার ওয়ারেন্ট আছে এবং তার নামে রংপুর জেলার গংঙ্গাচড়া থানা ও লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হওয়ায় বাংলাদেশের বিভিন্ন জেলায় পালিয়ে ছিলেন।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদককে না বলুন
মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন
পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন।