
নিজস্ব প্রতিবেদক: আজ ২৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ সকাল ১০ ঘটিকায় বরিশাল জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন,জনাব, মোঃ শরিফ উদ্দীন,(পুলিশ সুপার) বরিশাল।
এ-সময় তিনি আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ডিউটি চলাকালীন সময়ে করণীয় ও বর্জনীয় সংক্রান্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করে বলেন, নিজের জান মালের নিরাপত্তা নিশ্চিত করে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে ডিউটি পালন করতে হবে।
এছাড়াও তিনি ডিউটিতে নিয়োজিত থাকা কালিন চেইন অফ কমান্ড অনুযায়ী সকল বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা, পূজা কমিটি ও স্বেচ্ছাসেবক দলের সাথে সমন্বয় সাধন করা, বিভিন্ন স্তরের নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত সদস্যদের নিজ নিজ দায়িত্বে তৎপর থাকার জন্য গুরুত্ব আরোপ করে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ।
এসময় আরো উপস্থিত ছিলেন, জনাব মোঃ শাহিদুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার( ডিএসবি); জনাব মোঃ আলাউল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস),সহ জেলা পুলিশ এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
নিজস্ব সংবাদ : 























