
কাইয়ুম বাদশাহ : পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও দায়িত্ববোধ জাগ্রত করতে “পরিচ্ছন্ন ক্যাম্পাস, সুন্দর পরিবেশ” শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, লায়েছ ভূঁইয়া কলেজ শাখার উদ্যোগে রবিবার (১২ অক্টোবর ২০২৫) সকালে প্লাস্টিক বর্জ্য পরিষ্কার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মধ্যনগর উপজেলার ২নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের লায়েছ ভূঁইয়া হাই স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ কর্মসূচির নেতৃত্ব দেন কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মোঃ আনিজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ নয়ন মিয়া।
এতে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আহাদ নূর, ইউনিয়ন ছাত্রদল কর্মী তোফাজ্জল হোসেন, প্রাক্তন শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী আলীনুর ইসলাম তুহিনসহ কলেজের অসংখ্য শিক্ষার্থী।
কর্মসূচির অংশগ্রহণকারীরা প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য সংগ্রহ ও সঠিকভাবে সরানোর মাধ্যমে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিয়েছেন। তারা বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ মানেই সুস্থ জীবন। একটি স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার জন্য আমাদের সকলের অংশগ্রহণ জরুরি। আমরা চাই আমাদের কলেজ ও চারপাশের এলাকা সবসময় পরিচ্ছন্ন ও সুন্দর দেখাতে।”
স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ছাত্রসমাজের এমন ইতিবাচক কর্মকাণ্ড সমাজে অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই ধরনের পরিবেশ সচেতন কর্মসূচি নিয়মিত আয়োজন করা হবে।
কর্মসূচি শেষে শিক্ষার্থীরা নিজেরা দায়িত্ব নিয়ে কলেজের বিভিন্ন স্থানে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য পরিষ্কার করেন।
নিজস্ব সংবাদ : 




















