
নাটোর প্রতিবেদক : নাটোর জেলার জনগণ নিশ্চিন্তে ঘুমোতে পারুক—সেই লক্ষ্যেই রাত্রি দ্বিপ্রহরে জেগে থাকে পুলিশ। জেলা পুলিশ জনগণের জীবন ও সম্পত্তি সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠায় এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সহযোগিতা করতে হবে। পুলিশবাহিনী রাতদিন জনসেবায় নিয়োজিত থেকে সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
নাগরিকদের প্রতি পুলিশ আহ্বান জানিয়েছে—আইন অমান্য না করে সহযোগিতা করলে সমগ্র সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় থাকবে।
নিজস্ব সংবাদ : 



















