ঢাকা, ৩রা নভেম্বর ২০২৪ : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএপপি) পরিচালক (চলচ্চিত্র) খোরশেদ আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম।
এক শোকবার্তায় উপদেষ্টা মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। শোকবার্তায় উপদেষ্টা বলেন, খোরশেদ আলম একজন দায়িত্বজ্ঞানসম্পন্ন কর্মকর্তা ছিলেন। তাঁর মৃত্যু তথ্য পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।
উল্লেখ্য, ডিএফপির পরিচালক খোরশেদ আলম শনিবার (২রা নভেম্বর) হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বাড়ি চট্টগ্রামের আগ্রাবাদে।