বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি চীন সফর শেষে ১৬ নভেম্বর ২০২৪, শনিবার দেশে প্রত্যাবর্তন করেছেন।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান কমান্ডার অব দ্যা চাইনিজ পিএলএ এয়ারফোর্স এর আমন্ত্রণে ০৯-১৫ নভেম্বর ২০২৪ তারিখ চীন সফর করেন। সফরকালে বিমান বাহিনী প্রধান চীনে অনুষ্ঠিত The 15th China International Aviation and Aerospace Exhibition (Zhuhai Airshow) ও এ সংক্রান্ত বিভিন্ন ফোরামে অংশগ্রহণ করেন। এছাড়াও বিমান বাহিনী প্রধান Chinese PLA Air Force এর বিভিন্ন ইউনিট ও কলেজ এবং China National Aero-Technology Import and Export Corporation (CATIC) Headquarters পরিদর্শন করেন।
বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।
উল্লেখ্য যে, সম্মানিত বিমান বাহিনী প্রধান উক্ত সরকারি সফরে চীনের উদ্দেশ্যে ০৮ নভেম্বর ২০২৪, শুক্রবার ঢাকা ত্যাগ করেন।