
মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামের শাহ মোঃ মাসুম বিল্লাহ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহবায়ক হওয়ায় বাউফলে আনন্দ মিছিল ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ উপলক্ষে শুক্রবার বিকাল ৪ টায় নওমালা ইউনিয়নের নগরহাট বাজারে এক আনন্দ মিছিল বের করা হয়েছে। নওমালা ইউনিয়ন যুবদলের নেতৃত্বে মিছিলে কয়েকশত নেতা-কর্মী অংশ গ্রহণ করেন। মিছিল শেষে উপস্থিত নেতা-কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, নওমালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কে.এম আনোয়ার হোসেন, সহসভাপতি আব্দুল মান্নান, সহ সভাপতি মো.সাহিন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মো. ইউসুফ আলম সেন্টু, উপজেলা যুবদলের সদস্য মোহন মৃধা, যুবদল নেতা আলমাস শিকদার, স্বপন সরদার, নওমালা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক তালুকদার প্রমুখ। বটকাজল গ্রামের আব্দুল মোতালেব পঞ্চায়েত এর ছেলে শাহ মোঃ মাসুম বিল্লাহ এর আগে ঢাকা তিতুমীর কলেজের ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, পটুয়াখালী ল’কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহŸায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।