
রাইসুল ইসলাম নয়ন।।সৌদি আরব তার পরিবেশ, সামাজিক ও প্রশাসনিক (ESG) রিপোর্টিংয়ের মান আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য জাতীয় নির্দেশিকা তৈরি করছে। সম্প্রতি একটি প্যানেল আলোচনায় এই ঘোষণা দেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। আলোচনায় বিশেষজ্ঞরা বর্তমান ESG প্রবণতা, চ্যালেঞ্জ এবং সুযোগ নিয়ে আলোচনা করেন। সৌদি সরকারের এই পদক্ষেপ বিনিয়োগকারীদের আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য তথ্য প্রদানে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। এই উদ্যোগ দেশটির পরিবেশগত ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষজ্ঞদের মতে, ESG নির্দেশিকা গৃহীত হলে সৌদি আরবের কর্পোরেট জবাবদিহিতা ও টেকসই উন্নয়ন আরও শক্তিশালী হবে, যা বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে সহায়ক হতে পারে।
নিজস্ব সংবাদ : 
























