ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাঁধনহারা সাহিত্য পুরস্কারে ভূষিত হলেন ১১ বিশিষ্টজন Logo এক ঠিকানায় সব নাগরিক সেবা দিতে শুরু হচ্ছে ‘নাগরিক সেবা Logo প্রধান উপদেষ্টা ভ্যাটিকান ত্যাগ করেছেন Logo ক্যান্টনমেন্ট এলাকায় চুরির ঘটনায় চোরাই মালামাল উদ্ধারসহ পাঁচ পেশাদার চোরকে গ্রেফতার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ Logo ফেমডম সেশনের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে দুই নারীকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ Logo পরকীয়ার জেরে পুলিশ সদস্য স্বামীকে হত্যা; স্ত্রীসহ ছয়জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo বাউফলে মারধরে আহত ব্যক্তির মৃত্যু Logo উপজেলা বিএনপির সেক্রেটারী প্রার্থীর সাথে যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দের মতবিনিময় Logo চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টা নির্দেশ Logo উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ

মুন্সীগঞ্জে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কার প্রায় ২০০ কেজি ওজনের বোমা নিষ্ক্রিয় করলো সিটিটিসির বোম্ব ডিসপোজাল টিম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • ৫২৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানাধীন বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কালের একটি ১৫০-২০০ কেজি ওজনের মিলিটারি অর্ডিন্যান্স (এরিয়েল বোম) সফলভাবে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট। এটি এ যাবৎ কালে সিটিটিসি কর্তৃক নিষ্ক্রিয় করা সবচেয়ে শক্তিশালী বোমা।
সিটিটিসি সূত্রে জানা যায়,গত ২৮ এপ্রিল ২০২৫ খ্রি. সকাল ৬:৪৫ ঘটিকার দিকে জনৈক জামাল উদ্দিনের জমিতে ভেকু দিয়ে মাটি খননের সময় বোমা সদৃশ বস্তু দেখতে পান ভেকু চালক। জমির মালিক বস্তুটি মাটি দিয়ে ঢেকে রাখেন। সংবাদ পেয়ে গজারিয়া থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে এটি বোমা হিসেবে শনাক্ত করে। পরবর্তীতে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়।
সিটিটিসি সূত্রে আরো জানা যায় ২৯ এপ্রিল বিকাল ৪:৩০ ঘটিকার দিকে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের ১২ সদস্যের একটি চৌকস দল ঘটনাস্থলে পৌঁছে বোমাটি পরীক্ষা করে। পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায়, উদ্ধারকৃত বস্তুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কার অত্যন্ত বিপজ্জনক এরিয়েল বোমা এবং ওজন আনুমানিক ১৫০-২০০ কেজি। বোমাটি স্থানান্তর করা সম্ভব না হওয়ায় এবং জননিরাপত্তার কথা বিবেচনা করে বোমাটি ঘটনাস্থলেই নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে রাত ৮:০০ ঘটিকার দিকে যথাযথ প্রক্রিয়া মেনে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট সফলভাবে বোমাটি নিষ্ক্রিয় করে।নিষ্ক্রিয়করণের সময় আশপাশের কিছু টিনের ঘর সামান্য ক্ষতিগ্রস্ত হলেও যথাযথ নিরাপত্তা ব্যবস্থার কারণে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। যে সকল গ্রামবাসীর বাড়ি-ঘরের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে স্থানীয় প্রশাসন যথাযথ ক্ষতিপূরণ প্রদানের আশ্বাস দিয়েছে।
সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের এই সাহসী ও পেশাদারিত্বপূর্ণ কার্যক্রম স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে। এ ঘটনা দেশের নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও প্রস্তুতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঁধনহারা সাহিত্য পুরস্কারে ভূষিত হলেন ১১ বিশিষ্টজন

মুন্সীগঞ্জে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কার প্রায় ২০০ কেজি ওজনের বোমা নিষ্ক্রিয় করলো সিটিটিসির বোম্ব ডিসপোজাল টিম

আপডেট সময় ০৬:০২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানাধীন বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কালের একটি ১৫০-২০০ কেজি ওজনের মিলিটারি অর্ডিন্যান্স (এরিয়েল বোম) সফলভাবে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট। এটি এ যাবৎ কালে সিটিটিসি কর্তৃক নিষ্ক্রিয় করা সবচেয়ে শক্তিশালী বোমা।
সিটিটিসি সূত্রে জানা যায়,গত ২৮ এপ্রিল ২০২৫ খ্রি. সকাল ৬:৪৫ ঘটিকার দিকে জনৈক জামাল উদ্দিনের জমিতে ভেকু দিয়ে মাটি খননের সময় বোমা সদৃশ বস্তু দেখতে পান ভেকু চালক। জমির মালিক বস্তুটি মাটি দিয়ে ঢেকে রাখেন। সংবাদ পেয়ে গজারিয়া থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে এটি বোমা হিসেবে শনাক্ত করে। পরবর্তীতে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়।
সিটিটিসি সূত্রে আরো জানা যায় ২৯ এপ্রিল বিকাল ৪:৩০ ঘটিকার দিকে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের ১২ সদস্যের একটি চৌকস দল ঘটনাস্থলে পৌঁছে বোমাটি পরীক্ষা করে। পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায়, উদ্ধারকৃত বস্তুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কার অত্যন্ত বিপজ্জনক এরিয়েল বোমা এবং ওজন আনুমানিক ১৫০-২০০ কেজি। বোমাটি স্থানান্তর করা সম্ভব না হওয়ায় এবং জননিরাপত্তার কথা বিবেচনা করে বোমাটি ঘটনাস্থলেই নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে রাত ৮:০০ ঘটিকার দিকে যথাযথ প্রক্রিয়া মেনে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট সফলভাবে বোমাটি নিষ্ক্রিয় করে।নিষ্ক্রিয়করণের সময় আশপাশের কিছু টিনের ঘর সামান্য ক্ষতিগ্রস্ত হলেও যথাযথ নিরাপত্তা ব্যবস্থার কারণে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। যে সকল গ্রামবাসীর বাড়ি-ঘরের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে স্থানীয় প্রশাসন যথাযথ ক্ষতিপূরণ প্রদানের আশ্বাস দিয়েছে।
সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের এই সাহসী ও পেশাদারিত্বপূর্ণ কার্যক্রম স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে। এ ঘটনা দেশের নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও প্রস্তুতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।