ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় ০১ জন আসামী গ্রেফতার Logo মাদারীপুর ও ঝিনাইদহ জেলায় পৃথক অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার ৯ জন Logo কদমতলীতে অস্ত্র ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার Logo বিজিবির তল্লাশি অভিযান: উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোস্টে ৮০ হাজার পিস ইয়াবাসহ ০৩ জন আটক Logo আত্রাইয়ে ব্রিজের বিকল্প রাস্তা পানিতে তলিয়ে জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে সাপের দংশনে যুবকের মৃত্যু Logo প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে সবাইকে বেশি করে বৃক্ষরোপণ করতে হবে।- পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান Logo ১২ ঘন্টার মধ্যে ছিনতাইকৃত ফোনসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপি Logo দু’জন শিশুর মৃত্যু, ৪০ জন ভর্তি, অবস্থার উন্নতি হচ্ছে—-অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন Logo রামপুরায় লাইসেন্সকৃত অস্ত্র ছিনতাই মামলার আসামি গ্রেফতার; ছিনতাইকৃত আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলি উদ্ধার

মধ্যনগরে জগন্নাথ জিউ আশ্রম কমিটিতে নতুন সভাপতি ও সম্পাদক ঘোষণা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ৫২৮ বার পড়া হয়েছে

 

মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ): সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ৮২ গ্রামের সমন্বয়ে গঠিত সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় সংগঠন শ্রীশ্রী জগন্নাথ জিউর আশ্রম পরিচালনা কমিটি নতুন নেতৃত্ব পেয়েছে।

২৫ জুলাই শুক্রবার দুপুরে আশ্রম প্রাঙ্গণে আয়োজিত তিন ঘণ্টাব্যাপী এক আলোচনাসভায় এ নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন আশ্রমের সাবেক সভাপতি রমাপদ চক্রবর্তী। উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, আশ্রমের পুরাতন কমিটির নেতৃবৃন্দ এবং ৮২ গ্রামের বিভিন্ন স্থান থেকে আসা শতাধিক ভক্ত।

সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে নির্বাচিত হন বিশিষ্ট ব্যবসায়ী ররুণ কান্তি সরকার, এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান শম্ভু রায়।

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মধ্যনগরের এই ঐতিহ্যবাহী আশ্রমটি হিন্দু ধর্মাবলম্বীদের আস্থা ও বিশ্বাসের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত। প্রতি বছর দোল পূর্ণিমা উপলক্ষে আশ্রমের উদ্যোগে ৪০ প্রহরব্যাপী নাম সংকীর্তন, রথযাত্রা এবং নানা ধর্মীয় ও সামাজিক আয়োজন অনুষ্ঠিত হয়ে থাকে।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, আগামী ১৫ দিনের মধ্যে পুরোনো কমিটির কাছ থেকে হিসাব বুঝে নিয়ে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এই কমিটি আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে বলেও তারা জানান।

নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে উপস্থিত ভক্তরা আশ্রম পরিচালনায় ঐক্য, স্বচ্ছতা ও উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় ০১ জন আসামী গ্রেফতার

মধ্যনগরে জগন্নাথ জিউ আশ্রম কমিটিতে নতুন সভাপতি ও সম্পাদক ঘোষণা

আপডেট সময় ১২:২৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

 

মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ): সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ৮২ গ্রামের সমন্বয়ে গঠিত সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় সংগঠন শ্রীশ্রী জগন্নাথ জিউর আশ্রম পরিচালনা কমিটি নতুন নেতৃত্ব পেয়েছে।

২৫ জুলাই শুক্রবার দুপুরে আশ্রম প্রাঙ্গণে আয়োজিত তিন ঘণ্টাব্যাপী এক আলোচনাসভায় এ নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন আশ্রমের সাবেক সভাপতি রমাপদ চক্রবর্তী। উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, আশ্রমের পুরাতন কমিটির নেতৃবৃন্দ এবং ৮২ গ্রামের বিভিন্ন স্থান থেকে আসা শতাধিক ভক্ত।

সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে নির্বাচিত হন বিশিষ্ট ব্যবসায়ী ররুণ কান্তি সরকার, এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান শম্ভু রায়।

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মধ্যনগরের এই ঐতিহ্যবাহী আশ্রমটি হিন্দু ধর্মাবলম্বীদের আস্থা ও বিশ্বাসের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত। প্রতি বছর দোল পূর্ণিমা উপলক্ষে আশ্রমের উদ্যোগে ৪০ প্রহরব্যাপী নাম সংকীর্তন, রথযাত্রা এবং নানা ধর্মীয় ও সামাজিক আয়োজন অনুষ্ঠিত হয়ে থাকে।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, আগামী ১৫ দিনের মধ্যে পুরোনো কমিটির কাছ থেকে হিসাব বুঝে নিয়ে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এই কমিটি আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে বলেও তারা জানান।

নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে উপস্থিত ভক্তরা আশ্রম পরিচালনায় ঐক্য, স্বচ্ছতা ও উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন।