
মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মনিবুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তার দিক নির্দেশনায় এসআই বিকাশ সরকার ও এএসআই শাহ আশরাফুল সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি অনুষ্ঠিত হয় মধ্যনগর সদর ইউনিয়নের জমশেরপুর গ্রামের উত্তর পাশে, রূপেশ্বর হাওড়ের জোড়খলা এলাকায়। অভিযানে একটি পুরাতন ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকা ও ৩২০ বস্তা ভারতীয় জ্বালানি কয়লা জব্দ করা হয়। প্রতিটি বস্তায় প্রায় ৩৫ কেজি করে কয়লা থাকায়, মোট ১১ হাজার ২০০ কেজি (১১.২ মেট্রিক টন) কয়লা উদ্ধার করা হয়। নৌকাসহ জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৬ লাখ ১২ হাজার টাকা। সকাল ১১.৩০ ঘটিকায় উপস্থিত সাক্ষীদের সামনে মূলে জব্দকৃত মালামালের তালিকা তৈরি করা হয়।
ওসি মনিবুর রহমান আরও জানান, অবৈধভাবে নদীপথে চোরাচালানের মাধ্যমে এসব কয়লা কলমাকান্দা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে আনা হচ্ছিল। পরে দুপুর ২টা ৫ মিনিটের দিকে তিনজনকে থানায় হাজির হয়ে গ্রেপ্তার দেখানো হয়। তারা হলেন—
১. খুরশিদ আলম (২৯), পিতা: মোঃ হরমুজ আলী, মাতা: মোছাঃ পিয়ারা খাতুন, চারাগাঁও সংসারপাড়
২. মোঃ রাশেদ মিয়া (২৩), পিতা: মোঃ লায়েছ মিয়া, মাতা: মোছাঃ রোকেয়া খাতুন, চারাগাঁও সংসারপাড়
৩. দীন ইসলাম (২২), পিতা: আব্দুল বারেক, মাতা: আনোয়ারা খাতুন, কলাগাঁও
তিনজনই সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার বাসিন্দা।
এসআই বিকাশ সরকার বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন। মামলাটি মধ্যনগর থানায় নং- ০৪/৬১, তারিখ: ১১/০৯/২০২৫ খ্রিঃ, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫বি(১)(খ)/২৫ডি ধারায় রুজু হয়েছে। মামলার তদন্তভার এসআই মোঃ লুৎফুর রহমানকে অর্পণ করা হয়েছে।