
আলী আহসান রবি : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আজ সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকৃত বিদ্যালয়গুলো হলো— গলহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জমশেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পরিদর্শনকালে উপদেষ্টা বিদ্যালয়ের ভবন, শ্রেণিকক্ষ, অবকাঠামোসহ সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের পড়াশোনার অগ্রগতি ও সমস্যার খোঁজ নেন। শিক্ষার্থীরা জানায়, তারা সবাই নতুন বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়েছে।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, স্থানীয় প্রশাসন ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিজস্ব সংবাদ : 























