
চাঁদপুর প্রতিনিধি: আওয়ামী ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তিতে ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বিকেলে শহরের ফয়সাল মার্কেটের বিপরীতে বাসস্ট্যান্ড চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্যাহ সেলিম।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ‘দেশে এখনো ফ্যাসিবাদী শাসন চলছে। বিএনপির ৩১ দফা রূপকল্প বাস্তবায়ন করেই গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।’ নেতারা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশ শেষে বিকেল সাড়ে ৪টায় বাসস্ট্যান্ড থেকে বর্ণাঢ্য বিজয় র্যালি বের হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বিজয় র্যালিতে জেলা, উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এসবি:কাইয়ুম বাদশাহ।